অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটিতে চট্টগ্রামের বশর-শাহজাদা

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াঙ্গনের সবচাইতে মর্যাদাশীল সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত রোববার। কক্সবাজারে অনুষ্ঠিত এজিএম শেষে অনুষ্ঠিত হয় নির্বাচন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। মোট ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলো নির্বাচনের মাধ্যমে পূরন করা হয়। এবারের নির্বাচনে চট্টগ্রামের দুই ক্রীড়া সংগঠক নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন সৈয়দ আবুল বশর এবং শাহজাদা আলম। এদের মধ্যে সৈয়দ আবুল বশর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এবং মো. শাহজাদা আলম বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেন। ২০২৪ সালে দেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের সকল ক্রীড়া সংস্থা এবং ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করে। আর সে এডহক কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় স্থান পান সৈয়দ আবুল বশর। এর আগে তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সহ নানা পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরও ছিলেন সৈয়দ আবুল বশর। দীর্ঘ দিন ক্রীড়াঙ্গনে কাটানো এই ক্রীড়া সংগঠক এবার জায়গা পেলেন অলিম্পিক এসোসিয়েশনের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। অপরদিকে মো. শাহজাদা আলম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সহ নানা দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সাবেক এই জাতীয় কারাতেকার ২০২৪ সালে পট পরিবর্তনের পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতির দায়িত্ব লাভ করেন।

এবার তার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি পালক। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহি কমিটিতে জায়গা পেলেন বরেণ্য এই ক্রীড়া সংগঠক। সৈয়দ আবুল বশর এবং শাহজাদা আলমের এবারের বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী কমিটিতে জায়গা পাওয়ার ফলে একটা রেকর্ডও হলো। প্রথমবারের মত চট্টগ্রামের দুইজন ক্রীড়া সংগঠকের অলিম্পিক এসোসিয়েশনের মত মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটিতে জায়গা হলো।

পূর্ববর্তী নিবন্ধঅ্যান্টিবায়োটিকের ব্যবহারে সচেতন না হলে ভবিষ্যতে খেসারত দিতে হবে
পরবর্তী নিবন্ধআজারবাইজানের কাছে বাংলাদেশের হার