চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলেন আদ্রিয়ানা রুয়ানো অলিভা। চোখ মেলে শট নিয়ে করলেন ৪৩তম লক্ষ্যভেদ। এরই সঙ্গে গুয়াতেমালার প্রথম অলিম্পিয়ান হিসেবে জিতে গেলেন অলিম্পিকসে সোনার পদক। শুন্যে ছোঁড়া লক্ষ্যবস্তুতে পরের দুটি শটে লক্ষ্যভেদ করতে পারেননি অলিভা। তাতে কোনো সমস্যাই হয়নি। মেয়েদের ট্র্যাপ শ্যুটিংয়ে অলিম্পিক রেকর্ড গড়ে ৫০–র মধ্যে ৪৫ স্কোর নিয়ে সোনা জয় যে আগেই নিশ্চিত করে ফেলেন ২৯ বছর বয়সী অলিভা। আগের দিন ছেলেদের এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে গুয়াতেমালার পদকজয়ী দ্বিতীয় অলিম্পিয়ান হন জন পিয়েরে ব্রল কারদেনাস। ২০১১ সালে ১৬ বছর বয়সে জিমন্যাস্ট হিসেবে লন্ডন অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছিলেন অলিভা। কিন্তু মেরুদন্ডের চোটে শুধু লন্ডন অলিম্পিকই নয়, জিমন্যাস্টিকসে ক্যারিয়ারই শেষ হয়ে যায় তার। পরে চিকিৎসক পরামর্শ দেন, পিঠের এই সমস্যা সঙ্গী করেও খেলাধুলায় থাকতে চাইলে শুটিং বেছে নেওয়া যেতে পারে। সেই কথা মেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার প্যারিস অলিম্পিকসে পোডিয়ামে সবার ওপরে উঠলেন অলিভা। ৪০ স্কোর নিয়ে এই ইভেন্টে রূপা জেতেন ইতালির মারিয়া স্তাঙ্কো। অস্ট্রেলিয়ার পেনি স্মিথ জেতেন ব্রোঞ্জ পদক। বিশ্বের এক নম্বর তারকা স্প্যানিশ ফাতিমা গালভেস হন চতুর্থ।