অলংকার থেকে মাইক্রোতে উঠে অপহৃত দুই যুবক

মুক্তিপণে ছাড়া

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন থেকে ঝর্ণায় বেড়াতে যাওয়ার পথে অপহৃত হয়েছিলেন দুই যুবক। পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। দুই যুবক হলেন আরিফ হোসেন ও রাব্বি।
বাড়ি ফেরার পর আরিফ জানান, চট্টগ্রাম নগরের অলংকার মোড়ে দাঁড়িয়ে মাইক্রোবাসে যাত্রী নিচ্ছিলেন এক চালক। ওই গাড়িতে আগে থেকে চারজন যাত্রী বসে ছিলেন। সেখানে তাঁরাও ওঠেন। গাড়িটি সীতাকুণ্ড পৌর সদর পার হলে মাইক্রোবাসে যাত্রীবেশে থাকা চারজন তাঁর ও রাব্বির হাত-মুখ বেঁধে ফেলেন। পরে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণের টাকার জন্য ফোন দিতে বলেন। তাঁর কাছ থেকে ৩৫ হাজার ও তাঁর বন্ধুর কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ পেয়ে অপহরণকারীরা তাঁদের নারায়ণগঞ্জ থেকে আসা চট্টগ্রামের বাসে তুলে দেন।
আরিফের ভাই নাজিম উদ্দিন বলেন, গত রবিবার দুপুর একটার দিকে আরিফের মোবাইল থেকে ফার্মেসির মালিক ও তাঁর কাছে ফোন করে অপহরণের বিষয়টি আরিফ জানান। এ সময় অপহরণকারীরা আরিফের মোবাইল কেড়ে নিয়ে ওই ফোনে এক লাখ টাকা মুক্তিপণ পাঠানোর দাবি করেন। পরে দুই ধাপে তাঁরা ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। এরপর ওইদিন রাত পৌনে ১২টার দিকে আরিফ বাড়ি ফিরে আসেন। আরিফের বাড়ি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের+ ইমাম নগর এলাকায়। তিনি ওই ইউনিয়নের টোব্যাকো গেট এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন। রাব্বি থাকেন চট্টগ্রামের হালিশহর এলাকায়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, অপহরণের ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছিল। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে উদ্ধারকাজও শুরু করেছিল। রাত ১২টার দিকে অপহৃতরা বাড়িতে ফিরে এসেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজহুরই বোয়ালখালী পৌরসভার মেয়র কাল শপথ
পরবর্তী নিবন্ধক্যাবল নেটওয়ার্ক ডিজিটালাইজেশন নভেম্বরের মধ্যেই : তথ্যমন্ত্রী