লোহাগাড়া থানা আমিরাবাদ বাসিন্দা অর্পণ দাশ (৫৮) গত ১৯ এপ্রিল সীতাকুণ্ড থানার সলিমপুর নিজ বাসায় সকালে পরলোক গমন করেছেন। নিজ গ্রামের বাড়ীর পারিবারিক শ্মশানে তাঁর শেষ্যকৃত্য সম্পন্ন করা হয়। আন্দরকিল্লা গুরু ধামের অর্থ-সম্পাদক বাবু হারাধন দাশ ও পুজারী (আনন্দ সাধু), কানন দেবীর পুত্র বিজন পাল অর্পণ দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ৪ মে প্রয়াতের নিজ বাড়ীতে আদ্যশ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্র বধু, নাতী অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।