‘করোনা একটা নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিলো আমাদের। বৈশ্বিক এ মহামারী ভিন্ন ভাবনার দ্বারও উন্মোচন করে দিলো মানুষের। মানুষ শিখে নিলো কি করে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে মানুষই শতাব্দী ধরে টিকে আছে লড়াই করে।’ গত ১৩ নভেম্বর বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড়ের ৬ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন। প্রমা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আমরা করবো জয়’। সংগঠনের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা হীরার সঞ্চালনায় আয়োজনে ছিল স্মৃতিচারণ, কথামালা ও আবৃত্তি। অনুষ্ঠানে অতিথি ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদ হাসান, কবি ও সংগঠক জিন্নাহ চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহফুজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগরের সভাপতি সাজ্জাত হোসেন, আবৃত্তিশিল্পী শামীমা শীলা ও এম শাহাদাত নবী খোকা। স্মৃতিচারণ করেন কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগর। প্রেস বিজ্ঞপ্তি।