মহামারী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিট ইস্যুর নতুন নিয়ম (প্রতিটি ট্রেনে ৫০ শতাংশ টিকিট বিক্রি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে টিকিট ইস্যুর নতুন এ নিয়ম কার্যকর করা হয়। এই নিয়মে ট্রেন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এরপর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যুর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষর করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়মে আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। বাকি আসন ফাঁকা রেখেই চলবে ট্রেন। এর জন্য যাত্রীদের বাড়তি কোনো ভাড়া দিতে হবে না। টিকিট বিক্রি হবে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে। সকাল ৮টা থেকে টিকিট ইস্যু করা যাবে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কান্তি চৌধুরী আজাদীকে জানান, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে নতুন নিয়মে ট্রেনের টিকিটি বিক্রি শুরু হয়েছে। প্রত্যেক ট্রেনে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হয়েছে এবং অবশিষ্ট ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হচ্ছে। আজ (গতকাল বৃহস্পতিবার) ৫ তারিখের টিকিট বিক্রি করা হয়েছে। আগামী ৭ এপ্রিল বিক্রি করা হবে ১১ এপ্রিলের টিকিট।
করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য সরকার ১৮টি নির্দেশনা দিয়েছে। সেই মোতাবেক ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা রয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১১ এপ্রিলের পর থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।