অর্ধলাখের বেশি আসন এখনও খালি

অনলাইনে ভর্তি ১ লাখ ৩ হাজার ।। একাদশ শ্রেণি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:২২ পূর্বাহ্ণ

তিন দফা আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশের মাধ্যমে একাদশ শ্রেনিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ভর্তি কার্যক্রম শেষে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। অনলাইন প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে মোট ১ লাখ ৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায়ও সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।
শিক্ষাবোর্ডের কলেজ শাখার তথ্য মতে- শিক্ষাবোর্ডের অধীন ২৭০টি কলেজে সবমিলিয়ে আসন সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৩১৩ টি। এর মধ্যে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে ১ লাখ ৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী। হিসেবে কলেজগুলোর আরো ৫৩ হাজার ৯৮৭টি আসন এখনো শূন্য। তবে গত ১৩ অক্টোবর থেকে আসন শূন্য থাকা কলেজগুলোতে ম্যানুয়ালি ভর্তির সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি, যা ১৭ অক্টোবর শেষ হয়েছে। এই সময়ে ভর্তির জন্য ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ম্যানুয়ালি আবেদন করেছে, গতকাল পর্যন্ত তা জানা যায়নি।
শিক্ষাবোর্ডের তথ্য বলছে- অনুমোদিত কলেজগুলির মোট ১ লাখ ৫৭ হাজার ৩১৩টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩ হাজার ৬০২টি, মানবিক শাখায় ৬২ হাজার ৯৩৯টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬০ হাজার ৭৭২টি আসন রয়েছে। এসব আসনের মধ্যে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় বিজ্ঞানে ১৮ হাজার ৮৭ টি, মানবিকে ৪৯ হাজার ৫৪৮টি এবং ব্যবসায় শিক্ষায় ৩৫ হাজার ৪৯৬ টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনলাইন ভর্তি কার্যক্রম শেষে বিজ্ঞানে ১৫ হাজার ৪৪০টি, মানবিকে ১৩ হাজার ৩৬৬টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৫ হাজার ১৮১টি আসন এখনো শূন্য রয়েছে। সবমিলিয়ে কলেজগুলোতে ৫৩ হাজার ৯৮৭টি আসন এখনো শূন্য। যদিও ম্যানুয়ালি ভর্তি প্রক্রিয়ায় আরো কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারে বলে জানিয়েছেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।
প্রসঙ্গত, এবার (২০২০ সালে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী এসএসসি পাস করে। সে হিসেবে অনলাইনে ভর্তি কার্যক্রম শেষে আরো ১৮ হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। এর মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী ম্যানুয়ালি ভর্তি হতে পারে। এরপরও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশ একাদশে ভর্তি প্রক্রিয়ার বাইরে থেকেই যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছেঁড়া কাগজ থেকে যেভাবে খুনের রহস্য উদঘাটন
পরবর্তী নিবন্ধ৭৮৬