অর্থমন্ত্রীর সাথে ইকোনোমিক জোন্‌স ইনভেস্টার্স এসোসিয়েশনের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইকোনোমিক জোন্‌স ইনভেস্টার্স এসোসিয়েশন (বেজিয়া)-এর সাত সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ২০২৪২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আনীত বেজিয়া সংশ্লিষ্ট কতিপয় বাজেট প্রস্তাব পরিমার্জন ও বিয়োজন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেজিয়ার পরিচালক আসিফ আশরাফ, দেলওয়ার হোসেন টিটু, এ মান্নান খান, মোস্তফা কামাল ও সুমন চন্দ্র ভৌমিক। এ ছাড়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সদস্য মো. মাসুদ সাদিক এবং বেজিয়ার সিইও ড. অপরূপ চৌধুরী। দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান এগিয়ে নিতে অর্থনৈতিক অঞ্চলসমূহের অগ্রগতি ব্যাহতকর বাজেটউপস্থাপিত বিষয়গুলো আলোচনায় তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার মহিলা কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধএসিল্যান্ডরা যেন প্রত্যেক নাগরিককে সম্মান দিয়ে কথা বলেন