অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য

পিএফএম স্ট্রাটেজি প্রণয়নের কাজ উদ্বোধনে অর্থ প্রতিমন্ত্রী

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ এবং উন্নয়ন সহযোগীদের একটি শক্তিশালী ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থা তৈরিতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) স্ট্র্যাটেজি ২০২৫২০৩০ তৈরির প্রক্রিয়ার সূচনা করে গতকাল রোববার ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং দক্ষতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে স্ট্র্যাটেজি প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, পিএফএম কমকৌশল এমন এটি একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রণয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে যখন বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক পরিমন্ডলে আমরা চ্যালেঞ্জ এবং অভূতপূর্ব সুযোগের মধ্য দিয়ে অতিক্রম করছি। তিনি বলেনযেহেতু আমরা কোভিড ১৯ মহামারীর সুদূরপ্রসারী প্রভাবগুলির মোকাবিলা করছি, এটি পর্যায়ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে যে আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য সময়োপযোগী ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য। বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করে।

অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর বার্নাড হেভেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি (হেড অব কোঅপারেশন) . মিকাল ক্রেজান, কানাডা হাই কমিশনের কর্পোরেট/উন্নয়ন সহায়তা প্রধান জো গুডিংস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডার সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজর সিলভিয়া ইসলাম। অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দাইয়ান মোহম্মদ আহসানউল্লাহ “পাথওয়ে টু পিএফএম রিফর্ম স্ট্র্যাটেজি ২০২৫২০৩০” এর উপর একটি উপস্থাপনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিরগিজিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীর ‘গুরুতর আহত’ হওয়ার খবর নেই : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধতীব্র গরমের পর স্বস্তি নিয়ে এলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি