অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভা

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যকরী কমিটির সভা সমিতির গত ৮ নভেম্বর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। সভায় চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বিবার্ষিক সম্মেলন, সেমিনার ও সমিতির নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সমিতির কেন্দ্রীয় সভাপতি অর্থনীতিবদ প্রফেসর ড. আবুল বারাকাত জাপানের সর্বোচ্চ সম্মান ‘রাইজিং সান’ পদকে ভূষিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এ টি এম কামরুদ্দিন চৌধুরী, সহসভাপতি মো. ইছমাইল, মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ শাহ কামাল মোস্তফা, সহসম্পাদক বিদ্যুৎ কান্তি নাথ ও সদস্য এস এম আবু জাকের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা