অযোগ্যদের সঙ্গ ত্যাগ করতে হবে

রিপন সেন গুপ্ত | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

বর্তমান আধুনিকতায় যোগ্যতাহীনদের দাপট লক্ষণীয়। তাদের দাপটে সুশিক্ষিত ব্যক্তি আজ একাকীত্ব। তারা তাদের শূন্য প্রতিভার ঝুলিতে হঠাৎ পাওয়া অর্থে বিশ্ব কিনতে চায়।

অতি আধুনিকসভ্যতায় মানুষ আজ গ্যাড়াকলে। দিক বেদিকের ঘূর্ণি গতিতে শিক্ষার মূল্যায়ন, অর্থের দৌড়ে হার মানে। স্বশিক্ষিতরা সেই দৌড় অংশগ্রহণে হারায় তাদের জ্ঞান, মনুষ্যত্ব আর সততা। বিকলাঙ্গ হয়ে পড়ে শিক্ষা ব্যবস্থা। অযোগ্যরা চোখে পরার মত। তবে বিপরীত গতি কখনোই শুভফল বয়ে আনে না।

অযোগ্য যতই ক্ষমতাবান হোক, তাদের হেয় করে যোগ্যদের সম্মান ও তাদের সঙ্গ দেওয়া উচিৎ। লতা গাছ দ্রুত বাড়লেও সামান্য বাতাসে কুপোকাত, অবহেলায় বেড়ে ওঠা বট গাছ। প্রকৃতির বিচার খুবই কঠিন, অন্যায় কখনোই মেনে নেয় না।

সঠিক পথ বিবেচনায় সৎ ও কঠোর বিচারক। প্রতিভা বিনা অহংকার ও জীবনে দ্রুত প্রাপ্তি ভবিষ্যত আর শেষ জীবনে শূন্যস্থান। সুশিক্ষিত শুধু শিক্ষায় শিক্ষিত নয়, যাদের বিনা শিক্ষায় বিবেক, সততা, আদর্শ ও উপকারিতা পরিলক্ষিত তারাও প্রকৃত সুশিক্ষিত। সকলের উচিৎ, অযোগ্যব্যক্তি ও তাদের সঙ্গ ত্যাগ করে সুশিক্ষিতদের সঙ্গে জীবন গড়া।

পূর্ববর্তী নিবন্ধজীবন হোক সজ্জিত ফুলের মতো
পরবর্তী নিবন্ধধ্যানের পৃথিবী