আত্মঅহংকার কিছু মানুষের চারিত্রিক স্বভাবের একটি সাধারণ দিক। এই আত্মঅহমিকা তাদেরকে নিজেদের মধ্যে নিজেদেরকে সংকীর্ণ করে রাখে। যা অন্য মানুষজনের প্রতি হীনস্মন্যতা পোষণে সদা তাদেরকে সক্রিয় রাখে। নিজেরা ছোট হবে, তা তারা কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে এই অত্যধিক অহংকারী মানুষদের দিকে নজর দিলে দেখা যাবে এদের সিংহভাগই অযোগ্য। এরা যোগ্য নয় বরং কোনো না কোনোভাবেই এদেরকে যোগ্য হিসেবে চালিয়ে দেয়া হয়েছে অন্যকারো ক্ষমতা, দয়া কিংবা দুর্নীতির ছায়া তলে। আর এই ধরনের মানুষেরা তখনই অত্যধিক অহংকারী হয়ে উঠে যখন তারা ভাগ্যক্রমে নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। আসল যোগ্যরাও ততটা অহংকারী হয়না তার চেয়ে বেশি অহংকারী হয় এই অযোগ্যরাই। তবে কোনো একসময় এই অহংকারই তাদের গলার কাঁটা হয়ে তাদেরকে বিপদে ফেলে দেয়। কেননা কথায় আছে অহংকার পতনের মূল। তাই বলা যায় যোগ্যরা যোগ্যতা দেখায় আর অযোগ্যরা দেখায় মাত্রা অতিরিক্ত আত্মঅহংকার।