হাতের আঙুল খুলো,
মুছে ফেলো ছাইরঙা ঐসব দাগ,
বুকের জমীনে রেখো সবুজ মাটি,
সাত হাত জলে আর ভিজিয়ো না হলুদ চরণ,
এতো করে বললাম
খুব বেশি রাত হয়ে গেছে মেয়ে
তুমি বাড়ি ফিরে যাও
অথোচ সমুদ্রের বুকফাটা সুরে
তুমি বলেছিলে
না না, ঐ শুনো এশার আযান মাত্র !
হায়, সেই মেয়ে তুমি
আজ মুখের খাবারটুকু মুখেই রেখে
পড়ন্ত বিকেলকে করলে অমাবস্যা রাত..।