‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

অনন্য মামুন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। ছবিটি নিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। মঙ্গলবার মুক্তি পেল এর ট্রেলার। যা শেয়ার করে দর্শকদের হলমুখি হওয়ার আহ্বান জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেলে চিত্রনায়ক নিরব ‘অমানুষ’ এর ট্রেলার শেয়ার করে লিখেছেন, মানুষের ভিড়ে মানুষের বেশে ঘাপটি মেরে বসে থাকে কিছু অমানুষ।

মানুষের ভিড়ে লুকিয়ে থাকা অমানুষগুলোকে চিনতে হলে ১৭ জুন সিনেমা হলে আসুন। ২ মিনিট চার সেকেন্ডের ট্রেলারে অরণ্যঘেরা এক জঙ্গলের দেখা পাওয়া যায়। ট্রেলারের শুরুতেই সেই জঙ্গলের বর্ণনাও দেয়া হয়। দেখতে শান্ত হলেও ডাকাত দলেরা জঙ্গলটিকে অশান্ত করে তুলেছে। মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুদের দুধর্ষরূপ দেখা যায় ট্রেলারে। ডাকাত দলের একজন হলেও উজ্জ্বল উপস্থিতি কাজী নওশাবা আহমেদের। যাকে একটি দৃশ্যে নিরবকে ভালোবাসার কথা বলতেও শোনা যায়! তবে ট্রেলারের বেশকিছুটা জুড়ে আছেন মিথিলা।

যিনি কিডন্যাপের শিকার। যার আশ্রয় হয় এই জঙ্গলে। একটি দৃশ্যে তাকে পালানোর চেষ্টাও করতে দেখা যায়। আবার ডাকাতবেশী নিরবের সঙ্গে আছে রোমান্সেরও দৃশ্য! তবে ট্রেলার দেখে বোঝা যায়, ডাকাতদের খপ্পড়ে পড়েছেন মিথিলা। শেষ পর্যন্ত কি তার মুক্তি ঘটবে? নির্মাতা আগেই ঘোষণা দিয়েছেন, ১৭ জুন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলে ‘অমানুষ’ একযোগে প্রদর্শিত হবে। ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। প্রথমবার একজন দুধর্ষ ডাকাতের চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মাথায় চুল ফেলে দিতে হয় তাকে। নিরব বলেন, চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন আনতে হয়েছে। এই নিরবকে দর্শক আগে কখনই দেখেনি।

পূর্ববর্তী নিবন্ধছোট পর্দায় মুশফিক-পড়শীর নয়া কেমিস্ট্রি!
পরবর্তী নিবন্ধউমরানের ফল বিক্রেতা বাবা তার পেশা ছাড়বেন না