প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চসিক আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে গত ২৩ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে সাংস্কৃতিক দলের পরিবেশনার উপজীব্য ছিল মাতৃভূমি, মাতৃভাষা ও নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা। বাঙালি ছাড়াও অন্য যেসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, তাদের মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি নিয়েও প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের বিভিন্ন পরিবেশনা ছিল। এই সাংস্কৃতিক দল মূলত পরিবেশন করেছে আবৃত্তি, গান ও নৃত্য। ইউনিভার্সিটির শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীরাও অন্যান্য দর্শকের সঙ্গে এই অনুষ্ঠান উপভোগ করেছেন।
ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী, সঞ্জয় কুমার দাশ, ড. অর্পিতা দত্ত, জান্নাতুল ফেরদৌস, জিন্নাত শাহানা, প্রভাষক অর্পা পাল, মনিষা দে, কামরুন নাহার ভুঁইয়া ও অতন্দ্রিলা চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।