অভিষিক্ত হাসানের প্রশংসায় করুনারত্নে

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

টেস্ট অভিষেক হয়েছিল গতকাল সকালে পেসার হাসান মাহমুদের। সাকিব আল হাসানের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছিলেন। আবার খেলার শুরুতে প্রথম উইকেটটাও পেয়ে যেতে পারতেন তৃতীয় ওভারে। কিন্তু মাহমুদুল হাসান জয় স্লিপে ক্যাচ ছাড়ায় হয়নি সেটি। যদিও প্রথম দিনেই নিজের টেস্টে অভিষেক উইকেটটা পেয়ে গেছেন হাসান। ইনিংসের ৫৬তম ওভারে তার বলে স্লিপে ক্যাচ দেন দিমুথ করুনারত্নে। তখন ১২৯ বলে ৮৬ রান করেছেন তিনি। করুনারত্নে ম্যাচশেষে প্রশংসা করেছেন হাসানের। তিনি বলেন, ‘হাসানের বিপক্ষে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজ খেলেছি। অনেক তরুণ ফাস্ট বোলার ওঠে আসছে। এটা ভালো লক্ষণ। হাসান খুব ভালো বল করেছেন। নতুন বলে ধারাবাহিকভাবে ভালো করে গেছেন, ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছেন।’ টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে ১৬টি সেঞ্চুরি আছে করুনারত্নের। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই তিনটি। আরও একবার সেঞ্চুরির কাছে গিয়েও শেষ অবধি করতে পারেননি। ওই আফসোস আছে করুনারত্নের। এ ম্যাচে ফল আসবে বলেও বিশ্বাস তার। তিনি বলেন, ‘হ্যাঁ, হতাশাজনক। ৮০৯০ রান করে যদি শেষপর্যন্ত সেঞ্চুরি পান না, খুবই হতাশাজনক। আমি সবসময়ই সেঞ্চুরি হাঁকাতে পছন্দ করি। তবে সবসময় তো আর হবে না। ছোট ছোট ভুল হয়ে যায়। এটা আমার জন্য একটা শিক্ষা। পরেরবার যেন এমন ভুলে শতক হাতছাড়া না হয় সেই চেষ্টা থাকবে। ’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস ফিরে পেতে চান নিগাররা