অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে চট্টগ্রাম পিআইডিতে সভা

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা গতকাল রোববার আগ্রাবাদস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বক্তব্য রাখেন রনজিত কুমার শীল, শফিক আহমেদ সাজিব, হাসান আমান, শুভ্রজিৎ বড়ুয়া, আবু তাহের, রাহুল সরকার পলাশ। সভায় উপপ্রধান তথ্য অফিসার সুশাসন ও জিআরএস সফটওয়্যার এবং অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম পিআইডির প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত চট্টগ্রাম জেলার ওলামা মাশায়েখ সম্মেলন
পরবর্তী নিবন্ধআইআইইউসি ইংরেজি বিভাগের দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান