বহযুগ পর তোমাকে পেলাম
সেই ছোটবেলার খেলার সাথি
তুমি আমি আমরা সবাই ছিলাম
দুরন্ত দুর্বার
ছোটবেলার সেই তুমি আর তুমি নেই
এখন তুমি বিশাল গায়ক সুরকার
গীতিকার
ইন্টারনেট সার্চ করে তোমাকে আবার
পেলাম, কী যে উৎসাহ ছিল আমার
শুধু একটি বার জানার আগ্রহ
তুমি কি সেই আগের মতো আছো
নাকি অনেকখানি বদলে গেছ
অবাক হলাম তোমার কথায় আচরণে
নেই কোনো পরিবর্তন!
মুঠোফোনে গল্প করেই চলেছ
জানতে চাইছো আমার অতীত বর্তমান
আন্তরিকতায় পরিপূর্ণ তোমার মন
হৃদয় উজার করা ভালোবাসা
কথার মালা গেঁথেই চলেছ
আমি আচমকা তোমাকে
ইথারে এত বছর পরে পেলেও
কেমন জানি ইতস্তত
এমনি করে তুমি আমি মাস গড়িয়ে
একটি বছর চলে গেল
মুঠো ফোনেই তোমার আমার আল তুমি দেখা করতে চাও
আমার কোথায় যেন একটা বাঁধা
হঠাৎ একদিন তুমি বিশেষভাবে
আমাকে অনুরোধ করলে
চলো তুমি আমি কাল
গ্লোরিয়া জিন্সে কিছুক্ষণ গল্প করি
আমি অহেতুক বাঁধ সাধলাম
তোমার করুণ মিনতি ছিল
সেই ছোট্টবেলার তোমাকে আমি
একটিবার দেখতে চেয়েছিলাম
আমার ইতস্ততা তোমাকে হার মানালো
কেটে গেল একটি সপ্তাহ
পড়ন্ত বেলার গোধূলি লগনে
একটি ফোনের শব্দ
ওপাশ থেকে কে যেন বলে গেল
তুমি নেই তুমি চলে গেছো পরপারে
চিৎকার করে শুধু একটি কথাই
বলেছিলাম –অভিমানী তুমি
যাবার বেলায়ও সেই অভিমান করেই
চলে গেলে!
কোথায় হারিয়ে গেছো তুমি
খুঁজে ফিরি শত জনার মাঝে
অভিমানী বন্ধু আমার
হয়তোবা ওপারেই তোমার আমার
শেষ দেখা হবে।