তথ্য–প্রযুক্তির এই যুগে এসে আমাদের অনলাইনের জাদুর ছোঁয়ায় সবকিছু মুহূর্তে সহজ হয়ে গেলেও, এর কূফল আমাদের বর্তমান সমাজকে ব্যাপকভাবে ভোগাচ্ছে। বর্তমান সময়ে অতিরিক্ত মাত্রায় সোশাল মিডিয়ায় সময় দেওয়া আমাদের যেনো একটা নেশায় পরিণত হয়ে গেছে। বিশেষ করে তরুণ–তরুণীদের মাঝে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করে যাচ্ছে। উঠতি বয়সী তরুণ–তরুণীরা সোশাল মিডিয়ায় অতিরিক্ত মাত্রায় সময় দেওয়ায় হারিয়ে ফেলছে স্বাভাবিক কর্মক্ষমতা। যেনো সোশাল মিডিয়া হয়ে পড়ছে আলাদা একটা দুনিয়া। সেখান থেকে বের হওয়ার জন্যে আমাদের অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেননা এক সমীক্ষায় দেখা যাচ্ছে বর্তমান সময়ে সোশাল মিডিয়া ব্যবহার করে উঠতি বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। যা একটা সময় তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। তাই আমাদের অভিভাবকদের এই বিষয়ে আরো সর্তকতা অবলম্বন করতে হবে। আপনার সন্তানের অতিরিক্ত পরিমাণ মোবাইল আসক্তি একটা সময় সন্তানের ভবিষ্যৎ জীবনের বাঁধা হয়ে দাঁড়াবে না তো? আমরা আমাদের সন্তানের ভবিষ্যতে জন্যে তাদের নজরদারিতে রাখা উচিত।