শিশুসাহিত্যিক পাশা মোস্তফা কামাল এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে প্রদীপ ঘোষ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ভালোবাসার প্রীতিলতা’য় পাশা মোস্তফা কামাল ইংরেজ ম্যাজিস্ট্রেটের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশা মোস্তফা কামাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ থেকে ২০১৯ দীর্ঘ সময়ে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ সব মিলিয়ে মাত্র ২২টি বই প্রকাশিত হয়েছে তাঁর। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘আমাদের জাতির জনক (কিশোর পাঠ), আমাদের মুক্তিযুদ্ধ (কিশোর পাঠ), রংধনু, ঠন ঠনাঠন ঠন, নাগরিক ছড়া, দাদার গল্প, বিজয়ের গল্প, ফানটাস্টিক, মন পবন, এক ঝুড়ি স্বপ্ন, ছড়ার গাড়ি ইত্যাদি। লেখালেখির মতো গান করা, ম্যান্ডোলিন, তবলা, দোতারা এগুলো বাজানো নিতান্তই তার শখের বিষয়। উনিশ বছর ধরে শিশুতোষ পত্রিকা ‘ঝুমঝুমি’ প্রকাশ করে চলেছেন প্রাণের টানে। ভালোবাসেন শিশুদের জন্য কাজ করতে।