অভিনয় থেকে দূরে পরী

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:০৫ অপরাহ্ণ

দেড় দশকেরও বেশি সময় আগে মুক্তি পেয়েছিল দর্শকের মনে গেথেঁ থাকা জনপ্রিয় সিনেমা ‘মনপুরা’।এই সিনেমাতেই পরী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার ফারহানা মিলির বিপরীতে সোনাই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি পহেলা বৈশাখ উপলক্ষে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেই সময় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল ‘মনপুরা’ সিনেমাটির গল্প।এতে যারা অভিনয় করেছিলেন যেমনদিলারা জামান,মামুনুর রশীদ,ফজলুর রহমান বাবু,মনির খান শিমুলসহ প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। সিনেমার গান ‘নিথুয়া পাথারে’ ‘সোনার ময়না পাখি’ ‘যাও পাখি বলো তারে’সহ আরো কয়েকটি গান দর্শকদের ভালো লাগায় পরিণত হয়। সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। মনপুরা সিনেমার গল্প নানাভাবে নানা কারণে উদাহরণ হিসেবে দর্শকদের মধ্যে আলোচনায় আসে। সেটা হোক হিসেবে ‘মনপুরা’র দর্শক প্রিয়তা কিংবা ব্যবসাসফল সিনেমা হিসাবে। ‘মনপুরা মুক্তির পর এই সিনেমার অন্যতম প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী আরো বহু সিনেমায় অভিনয় করেছেন। তবে পরবর্তীতে পরী চরিত্রে অনবদ্য অভিনয় করা অভিনেত্রী ফারহানা মিলিকে আর নতুন কোন সিনেমার অভিনয়ে দেখা যায়নি। তবে তার অভিনয়ে মুগ্ধ হওয়া দর্শক এখনো তাকে খুঁেজ বেড়ান নতুন কাজে নতুনভাবে , হোক তা সিনেমা কিংবা নাটক।‘মনপুরা’র পর মিলি বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন (খন্ড নাটক,ধারাবাহিক নাটক)। নাটকে অভিনয় করেও মিলি দর্শককে মুগ্ধ করেছের। মিলি নিজেও নতুন আরেকটি ভালো গল্পের সিনেমার অপেক্ষা করছিলেন। কিন্তু আজ পর্যন্ত তা না হওয়ায় কোন দু:খবোধ আর কষ্টও নেই তার। কারণ এক ‘মনপুরা’তে অভিনয় করেই তিনি দর্শকদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন ,তা যেন অনেক বড় প্রাপ্তি। বেশ কিছুদিন হলো নতুন কোন নাটকে অভিনয় করছেন না মিলি। স্বামী শাওন ও একমাত্র ছেলে রুসলানকে নিয়েই তার সুখের সংসার। ফারহানা মিলি বলেন, মনপুরার জন্য এখনো অনেক সাড়া পাই।দর্শক এখনো মনপুরার গল্প করে। তাদের মনের গভীর থেকে আমার প্রতি তাদের এই ভালো লাগা, ভালবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই। কারণ দর্শকের কারণেই মনপুরা তুমুল আলোচনায় এসেছিল শহরেবন্দরে গ্রামে। দর্শকের ভালবাসা আর দোয়া নিয়েই আগামীতে এগিয়ে যেতে চাই।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়কে ঘিরেই স্বপ্ন সাঈদ নিলয়ের
পরবর্তী নিবন্ধপর্দায় ফিরতে যাচ্ছেন পপি