অভিনব পন্থায় গাঁজা পাচারকালে ১শ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে র্যাব ৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলাবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব ৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক কবরা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব সোনাই কড়ই বাগান এলাকার সমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে হাদাত হোসেন বাবলু (২৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বলেন, ফেনী পৌরসভা এলাকায় রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।