অব্যক্ত অনুভূতি

রিফাত ফাতিমা তানসি | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

কেন এমনই হয়!

কেন এমনই হতে হয়!

জানা হয় না মাঝপথে নোঙর ফেলে কখনও!

সত্যিই জানা হয় না!

কেন এমনই ঘটে!

কেন এমনই ঘটতে হয়!

বোধের নাগালের গহীনে আসে না কখনও!

সত্যিই বোধের নাগালের গহীনে আসে না!

কেন এমন করতে হয়!

কেন এমনটিই করতে হয়!

প্রশ্নের গলাটিপে ধরলেও বের হয় না কখনও!

সত্যিই প্রশ্নের গলাটিপে ধরলেও বের হয় না!

জীবনসায়াহ্ন যদি ছুঁয়ে যায় তারায়!

গলির পথগুলো যদি হঠাৎ থমকে দাঁড়ায়!

নড়বড়ে কনক্রিটেরা যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে চায়!

সেদিন ও কি কঙ্কাল দেহটির কেবল এ প্রশ্নের

উত্তরই খুঁজতে হবে প্রহেলিকায়!

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে গেছে প্রাচীন বুড়া-বুড়িদের মুখে শোনা গ্রাম্য বচন
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে