হাহাকারগুলো জমে থাকে হৃদয়ের কার্নিশে।
প্রাণহানির ভয়ে দেয়ালের এপাশে, হৃদয়ের ছাদ চত্বরে
রাখা যায়নি তাদের।
গতকাল শেষ রাতে পৌষী যাযাবরেরাও ফিরে গেছে।
তাদের গন্তব্য কোনো উদাত্ত ভোর অথবা উদাসীন সন্ধ্যা।
শুনেছে নাকি এদেশে ফিরবে না পৌষ, আমনের গন্ধ।
ঋতুবতীর রজচক্রে বড্ড অনিয়ম।
সে বারোমাসী উনুন জ্বালাতে রোজ ভুলে যায়।
প্রেমিকার বুকের গন্ধ নিতে মাঝে মধ্যে ঝরে পরকীয়া বৃষ্টি।
কার্নিশের হাহাকার ধুয়ে সে গুঁজে দেয়
পরিযায়ী আতরের গন্ধ।
মানুষেরা তাকে চিরায়ত ভেবে গায়ে মেখে নেয় মিথ্যে।
বছর বছর সত্য হয়ে ওঠে যাযাবর জীবন।
এ দহনের গভীরতা আর কেউ বোঝে না।
অব্যক্ত এক হৃদয়ে শত কোটি শঙ্কা নিয়ে
শুধুই তাকিয়ে থাকে মহামহিম সৃজক!