অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কর্ণফুলীর নাব্যতা রক্ষার দাবি

জনগণের প্রতিবাদ মঞ্চ ও অবস্থান ধর্মঘট উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান অনুযায়ী কর্ণফুলীর নাব্যতা রক্ষার দাবিতে জনগণের প্রতিবাদ মঞ্চ ও অবস্থান ধর্মঘটের উদ্বোধনী বক্তব্যে মুক্তিযোদ্ধা জেলা সংসদের কমান্ডার একেএম সরওয়ার কামাল বলেছেন, দেশের আমদানিরপ্তানির প্রতি ১ টাকায় ৮২ পয়সা কর্ণফুলী দিয়ে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরিকৃত স্ট্যাটেজিক মাস্টার প্ল্যান অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্ণফুলীর নাব্যতা ফিরিয়ে আনুন। না হয় আমরা আপনাদের চিহ্নিত করে চট্টগ্রাম থেকে বিতাড়িত করব।

গতকাল বুধবার অভয় মিত্র ঘাট সংলগ্ন কর্ণফুলীর তীরে স্থাপিত প্রতিবাদ মঞ্চের আহ্বায়ক ডা. মাহফুজর রহমানের সভাপতিত্বে ও দিলরুবা খানমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক আলীউর রহমান, মনিরা পারভিন রুবা, মিঠুল দাশগুপ্ত, হাসিনা আক্তার টুনু, জাহেদুল করিম সিকদার বাপ্পি, মুজিব উল্ল্যাহ তুষার, এস এম পেয়ার আলী, জাফর আহমদ, মোরশেদুল আলম, মো. রাশেদ, কাজী গোলাম মোস্তফা, এম শাহাদাত নবী, আবুল হোসেন আবুল প্রমুখ।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, আরএসকে ফাউন্ডেশন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এই প্রতিবাদ মঞ্চের আয়োজক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার মাহফিল কাল
পরবর্তী নিবন্ধইউনূসের বিচারপ্রক্রিয়া বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে : যুক্তরাষ্ট্র