অবৈধভাবে নির্মিত একটি যাত্রী ছাউনিসহ ১১০টি সাইনবোর্ড ও ব্যানার ফেস্টুন উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার নগরীর লালখান বাজার মোড় থেকে গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। চসিকের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, অভিযানে লালখান বাজার মতিঝর্ণা মোড়ের সামনে থেকে মাঝারি আকৃতির দুটি বিলবোর্ডও উচ্ছেদ করা হয়। এছাড়া ৮৪টি সাইনবোর্ড ও ২৩টি ব্যানার ফেস্টুন রয়েছে।
অভিযান মনিটরিং করেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম। তিনি বলেন, নগরীর সৌন্দর্য বর্ধনের স্বার্থে অবৈধ বিলবোর্ড, সাইন বোর্ড অপসারণে অভিযান চলমান থাকবে। ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
কর কর্মকর্তা মো. ইউসুফ, উপ-কর কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী কাজের তদারকিতে ছিলেন।