সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে গত সোমবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বেবি টেক্সি মালিক সমিতির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিটি মেয়রের দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তাদের বিভিন্ন দাবি–দাওয়া জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চট্টগ্রাম বেবি টেক্সি মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, নগরীতে টেক্সি মালিক–চালক সরকারের যাবতীয় কর পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে যাত্রীদের সেবা দিয়ে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আইন–শৃঙ্খলা বাহিনীর যোগসাজশে নগরীতে অবৈধভাবে ব্যাটিরচালিত রিক্সা ও গ্রাম সিএনজি চলাচলের সুযোগ করে দিচ্ছে। এতে নগরীতে যানজট ও দুর্ঘটনা বেড়ে গেছে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন তাদের দাবি দাওয়া সম্পর্কে অবহিত হন। নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিক্সা ও গ্রাম সিএনজির বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেবি টেক্সি মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এস কে সিকদার, অর্থ সম্পাদক মো. ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেছার আহম্মদ, মো. শাহাজান, মো. মোজাম্মেল, মো. তানভীর, মো. মোস্তফা কামাল, মো. সেলিম, মো. সোহেল রানা, মো. রিয়াজ, রফিকুল ইসলাম, কামাল খন্দকার, মো. নাসির, মো. ইলিয়াছ, মো. আবদুল জলিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।