রাঙ্গুনিয়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠা অবৈধ করাতকলের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে সন্ত্রাসীরা সড়কের গাছ কেটে করাতকলে রাখা প্রসঙ্গে এই কথা বলেন তিনি। গত বুধবার দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে অবৈধ করাতকল প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখানের অর্ধ শতাধিক অবৈধ করাতকল বনের কাছেই গড়ে তোলা হয়েছে। অথচ বনের এরিয়া থেকে অন্তত দশ কিলোমিটার দূরে স–মিলগুলো হতে হবে। তাই এসবের বৈধতা কিংবা লাইসেন্স পাওয়ার কোন সুযোগ নেই। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ। সভায় গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি, সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়, মাদক–চুরি নির্মূল, হোল্ডিং ট্যাঙ আদায়, অবৈধ বালি উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।