অবিলম্বে নির্বাচন দিন, এটি মানুষের প্রাণের দাবি

নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে মীর হেলাল

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতাসার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা নানামুখী উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ নানান কারণে দেশের মানুষ অস্বস্তিতে আছে। এই অবস্থায় অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার যা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি।

মীর হেলাল গতকাল কর্ণফুলী ক্রসিং চত্বরে নবঘোষিত দক্ষিণ জেলা বিএনপির কৃতজ্ঞতা ও স্বাগত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা কমিটির আহবায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল বলেন, বিএনপি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। অতীতে বিএনপি ও শহীদ জিয়ার নাম নিশানা মুছে ফেলার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক অপচেষ্টা চালিয়েছিল। অথচ আজ বাংলাদেশের মানুষ তার পিতা ও তার দল আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলেছে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, রাজনৈতিক সরকার ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের জান মাল রক্ষা টেকসই উন্নয়ন এমনকি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাও কঠিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মাহবুব রানা, এহসান এ খান, অ্যাড. এস এম ফোরকান, বদরুল খায়ের চৌধুরী, জামাল হোসেন, এস এম মামুন মিয়া, ইসহাক চৌধুরী, মাস্টার লোকমান, নুরুল আনোয়ার চৌধুরী, আজিজুল হক চেয়ারম্যান, রেজাউল করিম নেছার চেয়ারম্যান, মুজিবুর রহমান চেয়ারম্যান, আবদুল গাফফার চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী, হাজী আবুল কালাম আবু, সাইফুদ্দিন সালাম মিঠু, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাজী রফিকুল আলম, নওয়াব মিয়া, আবদুল জলিল, আবদুল মোনাফ, জসিম মাস্টার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন লেয়াকত আলী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১১ স্কুল-মাদ্রাসা