চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫শতাধিক শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আজিমের সভাপতিত্বে ও নুরুল আবছারের পরিচালনায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, অসহায় দু:স্থ শীতার্তদের পাশে দাঁড়ান। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনজুরুল আলম চৌধুরী, সৈয়দ মনজুর আলম, নেজাম উদ্দীন তনি। বক্তব্য রাখেন মো. জাবেদ, রিমন মুহুরী, মো. সিরাজ উদ্দিন, মো. মোজাম্মেল, আবুল বশর, ইউপি সদস্য ইশরাত সাহেরা, আয়েশা আকতার, সৈয়দা মায়মুনা খাতুন, আজম খান, নুর হোসেন, ইমন শীল রবিন, মো. সালাউদ্দিন, মো. ইব্রাহিম, মো. তোফায়েল আহমেদ, শামসুল করিম নয়ন প্রমুখ।