কক্সবাজার প্রতিনিধি জানান, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য কক্সবাজারের কৃতী সন্তান মোহাম্মদ আলম (৬৩) অস্ট্রেলিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে সিডনী শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান মরহুমের ভ্রাতুষ্পুত্র সোহেল সাইফুল্লাহ জাজি। সিডনীতেই জানাজা শেষে দাফন করা হয়েছে বলে তিনি জানান। মৃত্যৃকালে মোহাম্মদ আলম স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।