বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির ২য় দিন গতকাল ‘নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে’ সারা দেশের ন্যায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এমপি দিদারুল আলমের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রামের সিটি গেইট থেকে বড় দারোগারহাট পর্যন্ত এমপি দিদারুল আলমের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মোটরযানে হাজারো নেতাকর্মী নিয়ে এ শোভাযাত্রা মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দীন, রেহান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মাহবুব আলম, সহ–প্রচার সম্পাদক মোফাখ্খারুল আলম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা শ্রমিকলীগের সভাপতি দুলাল চন্দ্র দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, জোবাইয়ের জিকু, কাউন্সিলর দিদারুল আলম এপেলো প্রমুখ।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, গতকাল সকালে সন্ত্রাস–নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ার শান্তির হাট চত্বরে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। কুসুমপুরা ইউনিয়ন আ. লীগের সহ–সভাপতি মো. কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, মোহাম্মদ ফারুক, মোজাহেরুল ইসলাম চৌধুরী, নাছির উদ্দিন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, ঋষি বিশ্বাস, আবু সুফিয়ান টিপু, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, এমরান মনা, কাজী মো. মোরশেদ, জিতেন কান্তি গুহ, নুরুল আবছার, দিদারুল আলম পিংকু, মাঈনুদ্দিন চৌধুরী, ইউসুফ খাঁন, সোহেল মাহমুদ, খোরশেদ আলম, আবদুর রহিম প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, অবরোধের প্রতিবাদে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সদস্য জাকের হোসেন কমরু, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ আলমগীর, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, যুবলীগ নেতা আবদুল হাকিম রানা, নুরুল আমজাদ চৌধুরী, কাজি শিমুল প্রমুখ।
উত্তর জেলা যুবলীগ : হাটহাজারীর বড় দিঘীরপাড় চত্বরে গতকাল বিএনপি আহুত অবরোধের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস এম রাশেদুল আলম। হাটহাজারী উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর কবির চৌধুরী, সুলতান মাসুদ, মাহবুবুল আলম, শাহানুর চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, জিন্নাত আলী বাদশা, সাজ্জাদ লোকমান, রাশেদুল ইসলাম, সাজ্জাদ লোকমান, হাসান মুরাদ, সাদাফ খান, মো. আলতাফ, নজরুল ইসলাম, মো. কোব্বাত, মো. নেজাম উদ্দীন, জামাল উদ্দিন, রনি পালিত, ইকবাল, ফরহাদ, মো. তারেক, মো. মন্নান, নয়ন, বাদশা, সাহেদ, দিদার প্রমুখ।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ : অবরোধের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ২য় দিনের মতো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আদালত অঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ। সঞ্চলনায় ছিলেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাশেম, মনতোষ বড়য়া, মো. আবদুর রশীদ. আইয়ুব খান, এ.এইচ.এম. জিয়াউদ্দিন, এম এ নাসের চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।