ভালোবাসা, ছায়া ও ছাদ হয়ে গেলে–
সম্পর্কের সাথে সাথে সুক্ষ্ম
দায়বদ্ধতা জড়িয়ে যায় পাঁকে।
জড়ায় ভ্রাতা, বন্ধু, পতি ও নৃপতি।
অক্টোপাসের মতো বাহুতে
ঘিরিলে কুচাঙ্গ, বহে মন্দাকিনী;
বিচ্ছিন্ন করোনা তাকে ওহে ঘূর্ণি!
এমন বিচ্ছেদ বানজল আজো
ভূমিতে আসেনি নেমে, যদি আসে
কভু, বাঞ্ছিত নির্মম গৃহস্থালী হবে খুন।
যুগের কোরকে মায়ার অংকুর
কখনো বিনাশী বিষে মেরো না!
শরীরের গুহায় প্রত্থিত আসঙ্গ হেম
বয়সী গণিতের সূত্র মানে না।
দেনার দৈন্যতায় নয়, অঙ্গীকারের
সুতোয় বাঁধা অবরুদ্ধ মৌন কাবীন!
দীঘল মৃত্যুতট– হুলস্থুল হুলিয়ায়
প্রণয় রক্ত পা কখনোই সরে না।






