বিপুল পরিমাণ অপ্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি লিখেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। গতকাল লেখা সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, আমরা জানতে পেরেছি, দেশের প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার ইএক্সপি ফরম অপ্রত্যাবাসিত অবস্থায় বাংলাদেশ ব্যাংকে পড়ে আছে। যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় ক্ষতি বলে আমরা মনে করি। এই অবস্থায় বিষয়টির উপর গুরুত্ব সহকারে আমরা কাজ করতে আগ্রহী। তাই অপ্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রার পরিমাণ কত এবং ইএক্সপি নম্বর ও সংশ্লিষ্ট রপ্তানিকারকের নামসহ একটি তালিকা আমাদেরকে প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।
খলিলুর রহমান আরো বলেন, জাতীয় স্বার্থে বিষয়টির উপর আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিজিএমইএ ইত্যাদি সংগঠনের সাথে উক্ত বৈদেশিক মুদ্রার প্রত্যাবাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে শিগগির একটি তালিকা আমাদেরকে প্রদান করে বাধিত করবেন।