গত ২৪ ডিসেম্বর দৈনিক আজাদীতে কামরুল হাসান বাদলের লেখা ‘কিশোর গ্যাং এবং আমাদের দায়’ তথ্যবহুল বিশ্লেষণধর্মী উপসম্পাদকীয়র জন্য আন্তরিক অভিনন্দন জানাই। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কিশোর গ্যাং। কিশোরেরা এমন লোমহর্ষক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে যা এক কথায় অকল্পনীয়। গ্যাংয়ের সদস্যরা ছিনতাইসহ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। নগরীতে পাড়ায় পাড়ায় একটা কিশোর গ্যাং কালচার তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কথিত বড় ভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও এলাকা ভিত্তিক গড়ে উঠেছে ছোট বড় শতাধিক কিশোর গ্রুপ। এসব গ্রুপের বেশিরভাগ সদস্যদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। কথিত বড় ভাইদের প্রশ্রয়েই বিপথগামী হচ্ছে এসব কিশোরেরা। ওঠতি যুবকেরা। বড় ভাইয়েরা এসব কিশোরদের হাতে তুলে দিচ্ছেন অবৈধ অস্ত্র এবং অপরাধ জগতে পা বাড়াতে উৎসাহ দেয়। তাই এসব কিশোরদের সচেতন করার জন্য মা-বাবার চেষ্টা অবিরত রাখতে হবে। আমাদের মতে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ দৃঢ় থাকলে, সাংস্কৃতিক চেতনায় আলোকিত হলে একজন ছেলে বা মেয়ে সহজে বিপথে যেতে পারবে না। এসব উদ্যোগ নিতে পারলেই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে চলে আসবে।
এম. এ. গফুর, বলুয়ারদীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।