অপেক্ষা

জসিম উদ্দিন খান | বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

তুমি ফিরে আসবে বলে এখনো আমার

প্রতিটি রাত ভোর হয়।

স্মৃতির জানালায় কষ্টরা ভিড় করে

সেও যেন মধুময়।

দোয়েল শিস দিলে ঝাউবনে

মনে হয় তুমি এসেছো।

সবুজ মাঠের বুকে, সোনালি ফসল হয়ে

অপরূপে তুমি সেজেছো।

কিষান বধূয়ার, তৃষিত নয়ন

চেয়ে চেয়ে শুধু রয়।

যখন সুর বাজে একতারায়

মনে হয় তুমি ফিরেছো।

গাঁয়ের মেঠো পথে, উদাসী বাউল হয়ে

গানে গানে আমায় খুঁজেছো।

তোমার পথ চেয়ে, দুচোখ গেছে ক্ষয়ে

তবু যেন কিছু নয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আলী আহসান : শিক্ষাবিদ ও সব্যসাচী লেখক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ঢেউ