অপূর্ব সেন : স্বাধীনতাকামী কিশোর বিপ্লবী

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

অপূর্ব সেন (১৯১৫১৯৩২)। স্বাধীনতাকামী বীর বিপ্লবী। তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। মাস্টার দা সূর্যসেনের অন্যতম সহযোদ্ধা। বিপ্লবী অপূর্ব সেন চট্টগ্রামের বর্তমান বোয়ালখালী উপজেলার ছনদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরিশচন্দ্র সেন। তিনি বিপ্লবী দলের সদস্য হিসেবে মাত্র ১৫ বছরের কিশোর ১৯৩০ খ্রিষ্টাব্দের ৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরে গ্রেফতার এড়াতে ফেরার হন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলে তাঁর সাথে জড়িত ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতের স্বাধীনতাকামী অসীমসাহসী বিপ্লবীরা। এই বিপ্লবীদের নেতৃত্বে ছিলেন মাষ্টারদা সূর্যসেন। সূর্য সেন ছাড়াও এই দলে ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অনন্ত সিং,অপূর্ব সেন, অম্বিকা চক্রবর্তী, নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, শশাঙ্কশেখর দত্ত, অর্ধেন্দু দস্তিদার, হরিগোপাল বল, প্রভাসচন্দ্র বল, তারকেশ্বর দস্তিদার, মতিলাল কানুনগো, জীবন ঘোষাল, আনন্দ গুপ্ত, নির্মল লালা, জিতেন দাসগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, সুবোধ দে, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত। এদের সাথে সুবোধ রায় নামক ১৪ বছরের এক বালকও ছিলেন। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ জুন পটিয়ার ধলঘাট গ্রামের সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে পলাতক অবস্থায় থাকাকালে সূর্য সেনসহ পুলিস কর্তৃক অবরুদ্ধ হন। এমতবস্থায় তিনি নিজেকে গ্রেফতারের হাত থেকে এড়াতে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশের গুলিতে অপূর্ব সেন ঘটনাস্থলেই শহীদ হন।

পূর্ববর্তী নিবন্ধক্ষতিকর পলিথিন
পরবর্তী নিবন্ধএল এ চৌধুরী : আদর্শ মানুষ, আদর্শ পিতা