অপূর্ব শরৎকাল

তসলিম খাঁ | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

শুভ্র মেঘের শরৎ কালে

মনটা নাচে বেশ,

ওই খুশিতে মনিকোঠার

কাটেনা ভাই রেশ।

বর্ষা যায় ফাটিয়ে আকাশ

ভাদ্র আশ্বিন এলে,

হৃদয় খোলে ভোরবেলাতে

শরৎ রানী দোলে।

 

কাশের বনে দুলছে দেখো

অপুর্ব কী এক ঢেউ,

মিষ্টি রোদের মন মাতানো

আপন যেন কেউ।

আলোছায়ার মিষ্টি খেলায়

নাচে মেঘের দল,

তার ছোঁয়াতে কিষাণ হাসে

নিয়েই শক্তি বল।

পূর্ববর্তী নিবন্ধচবিতে উন্নত ডাইনিং ও সমৃদ্ধ লাইব্রেরি চাই
পরবর্তী নিবন্ধফেসবুকের সুফল এবং কুফল