চট্টগ্রাম নগরীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ২ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
রবিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ। ভোরে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় জানানো হয়ে সেখানে।
গ্রেফতারকৃ মোঃ সরোয়ার (৩৩) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন দৌলতপুর ফাজিলের হাট এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে ও মোঃ জাহিদুল ইসলাম কায়সার (৪২), কক্সবাজার জেলার কুতুবদিয়ার বড়গোপা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে থাকতেন নগরীর বাদুরতলা এলাকায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা গত বছর সেপ্টেম্বরের ১৫ তারিখ চান্দগাঁও থানায় রুজু হওয়া ২২নং মামলার আসামি ছিলেন।