অপহরণ মামলার প্রতিবাদে কর্ণফুলীতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় শহিদুল আলম জুয়েল (৩২) নামে এক যুবককে অপহরণের ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন এবং ব্যবসায়ী মির্জা মুহাম্মদ আজাদকে জড়িয়ে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে কর্ণফুলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের দোসররা ষড়যন্ত্র করে বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন ও ব্যবসায়ী মির্জা মুহাম্মদ আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এর প্রতিবাদে শত শত নারী-পুরুষ রাস্তায় নেমেছেন।’

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সাবেক সদস্য মির্জা বাহার উদ্দিন, মো. ইসমাইল, মির্জা ইসমাইল মোহাম্মদ সাদাত, মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, শ্রমিক দলের সভাপতি মো. সোলায়মান, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিএম জসীম উদ্দীন, কর্ণফুলী নদী সম্পদ মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পিয়ার আলী, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদসহ অনেকে। মানববন্ধনে সভাপতিত্ব করেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মুহাম্মদ ইসমাইল।

বক্তারা বলেন, বিএনপি নেতারা এই অপহরণের ঘটনায় কোনোভাবেই জড়িত নন।

উল্লেখ্য, গত ৫ মার্চ রাত ১১টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর স্কুলের সামনে থেকে শহিদুল আলম জুয়েলকে অপহরণ করা হয় বলে দাবি। পরে ৫ ঘণ্টা পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় বলে দাবিও করেন ভিকটিম।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পিতার বিরুদ্ধে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ