অপসংস্কৃতির চর্চা দেশ ও জাতির বিপর্যয় ডেকে আনবে

সিআরবি শিরিষ তলায় হিজরি বর্ষবরণ উৎসবে বক্তারা

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, বর্তমানে অপসংস্কৃতি আমাদের সামাজিক জীবনকে গিলে খেয়েছে। অপসংস্কৃতির চর্চা দেশ ও জাতির বিপর্যয় ডেকে আনবে। তিনি আরো বলেন, ইসলামের শ্বাশত আদর্শের চর্চা ও অনুশীলনই একমাত্র তরুণযুবসমাজকে এহেন অশুভ পরিণতি থেকে সুরক্ষা দিতে পারে। আর এক্ষেত্রে হিজরী বর্ষবরণ উৎসব একটি কার্যকর মহৌষধ হিসেবে ভূমিকা রাখবে।

হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের উদ্যোগে গতকাল বুধবার সি আর বি শিরিষতলায় অনুষ্ঠিত হিজরি বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হিজরী নববর্ষ উদযাপন মঞ্চের চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান আলোচক ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন ট্রাষ্টিবোর্ডের সচিব স ম হামেদ হোসাইন। উদ্বোধক ছিলেন কাজী সমিতির বিভাগীয় সভাপতি আলহাজ্ব কাজী ইউসুফ আলী চৌধুরী। অতিথি ছিলেন এপেক্স ক্লাবের সাবেক গভর্নর অ্যাড. মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, নাছির উদ্দীন আনোয়ারি, মুহাম্মদ মুসা, এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম, খন্দকার আক্কাস, জয়নাল আবেদীন জিহাদী, মাস্টার নুরুল আজিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, কাজী মফিজুর রহমান, মুহাম্মদ জিয়াউর রহমান, লায়ন মোহাম্মদ ইমরান, .ম মোজাম্মেল, আবদুল মালেক আশরাফী, কফিল উদ্দীন রানা, শাহাদত হোসেন রুবেল, হাফেজ আবদুল মান্নান, কাজী আহসানুল আলম, আবু ছাদেক ছিটু, আনিসুর রহমান, মুহাম্মদ আইয়ুব, , আহমদ রেজা, খ ম জামাল উদ্দীন, গিয়াস উদ্দীন জাহেদ, হাফেজ নাছির, কাজী লোকমান, এনামুল হক, মেজবাহ উদ্দীন, কাজী আলাউদ্দীন, মোরশেদ রেজা, শহিদুল ইসলাম, তাওহিদ রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ হাজার ইয়াবাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধবিএনপি চায় বিদেশী শক্তি তাদের ক্ষমতায় বসিয়ে দিক