দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ। পাত্র সত্রাজিৎ দত্ত পেশায় একজন প্রকৌশলী; পড়াশোনা করেছে জাপানে। তারা দু’জনেই বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দা।
গত সোমবার রাতে পারিবারিকভাবে চট্টগ্রামে তাদের আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে; এতে তার ঘনিষ্ঠজনদের মধ্যে পরিচালক সাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইরফান সাজ্জাদ। অভিনয়শিল্পীদের মধ্যে বাঁধন, নওশীনসহ অনেকে দু’জনের জন্য শুভকামনা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। খবর বিডিনিউজের।
২০০৬ সালে ঢাকায় এসে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকায় আসেন অপর্ণা ঘোষ। প্রতিযোগিতার সেরা চারে থেকে টিভি নাটকের মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি।
‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘গণ্ডি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।