অপর্ণচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এক মিলাদ মাহফিল গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। অতিথি ছিলেন অ্যাডভোকেট মীর ফেরদৌসুল আলম সেলিম, নেছার আহমদ খান, গভর্নিং বডির সদস্য আবদুল মালেক, প্রকৌশলী প্রবাল রক্ষিত, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, তমিজ উদ্দিন, ফজল আহমদ।
প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারি, বিশেষ বক্তা ছিলেন চসিক মাদ্রাসা পরিচালক হারুনুর রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম হাক্কানী, প্রভাষক নিগার সুলতানা, সহকারী শিক্ষক নাছিমা আক্তার ও ফারহানা হোসাইন। বক্তরা বলেন, রাসুলে পাক সৃষ্টি জগতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তিনি নারীর মর্যাদা, আর্থিক, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। বক্তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবী করিমের (দ.) আদর্শ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।