কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে, বিশ্ব তাদের উপেক্ষা করতে পারবে না, এমনকী কেউ ছুঁতেও পারবে না। সামরিক দিবসকে সামনে রেখে এভাবেই দেশের গুণকীর্তন করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
সোমবার উত্তর কোরিয়া তাদের কোরিয়ান পিপলস রেভল্যুশনারি আর্মি’র ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়া এদিন বড় ধরনের সামরিক প্যারেডের আয়োজন করবে। খবর বিডিনিউজের।
সেখানে তারা নতুন নতুন অস্ত্র প্রদর্শন করবে। যার মধ্যে পরমাণু অস্ত্রও থাকতে পারে। এ বছর বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এত কম সময়ের ব্যবধানে এতগুলো পরীক্ষা অতীতে আর কখনও চালায়নি দেশটি।