অপরাজনীতির দাবার গুটি না হয়ে বঙ্গবন্ধুর ত্যাগ ও দেশপ্রেমের রাজনীতিতে দীক্ষিত হবে হবে

হাসান মনসুর | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

সব বাবামায়ের শখ থাকে ছেলে-মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলোকিত মানুষ হবে। আমাদের অনেকের এরকম ইচ্ছে পূর্ণ না হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র মোঃ আকিবের বাবা-মার এই আশা পূর্ণ হয়েছিল। দুর্ভাগ্য, অসুস্থ রাজনীতির বলি হয়ে সে বর্তমানে-আইসিইউ এ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রাম মেডিকেলের ৬৭ তম ব্যাচের ছাত্র মোঃ আকিবকে মারাত্মকভাবে কুপিয়েছে একই সংগঠনের প্রতিপক্ষ গ্রুপের আদর্শিক সহযোদ্ধারা। গ্রুপিং, নষ্ট রাজনীতি ও অসুস্থ রাজনীতিবিদদের জেদাজেদির বলি মোঃ আকিব। ছাত্র রাজনীতি করেই আমার রাজনীতিবিদ হওয়া। কিন্ত হতাশ হই, যখন দেখি আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগেও বিবেক বুদ্ধিহীন রাজনৈতিক নেতাদের হটকারিতায় আমাদের মেধাবী সন্তানদের করুন পরিনতি। সাবেক ছাত্রনেতা হিসেবে, আমার অভিমত বর্তমান পরিবর্তিত আধুনিক সমাজব্যবস্থায় এই ধরনের হীন সস্তা রাজনীতি বন্ধ করা উচিৎ। কাদের স্বার্থে দেশের মেধাবী ছাত্রদের বলি দেওয়া হচ্ছে? এটা এখন তদন্তের দাবী রাখে। আগামীদিনে যারা দেশ পরিচালনা করবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তারা কেন রামদা নিয়ে কোপাকুপি করবে? কেন ক্ষমতায় থেকেও নেতাদের অনুসারীদের পেশীশক্তির মহড়া দিতে হবে? এখন তো আর আওয়ামীলীগের দুর্দিন নয়। তাহলে নিজের ক্যারিয়ারে মনোযোগ না দিয়ে কেন বিপথে পরিচালিত হচ্ছে, আমাদের সন্তান তুল্য মেধাবী শিক্ষার্থীরা। বর্তমান প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাকর্মীদের কাজ হলো গতানুগতিক ভাবে আদর্শিক রাজনীতি চর্চার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়া এবং এটাই উচিৎ। কুৎসিত দাবার গুটি হয়ে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে আমাদের অবুঝ সন্তানেরা। এদের দুঃখজনক পরিনতির জন্য দায়ীদের একদিন বিচার অবশ্যই হবে। আল্লাহর আদালতেও জবাব দিতে হবে। যার যায় সে বুঝে, বিয়োগব্যথা। একটা পরিবারের কতো পরিশ্রম, ত্যাগ, কষ্ট, আশা, ভালোবাসার ফসল – একটা সন্তান। কতো আশাভরসা করে তাকে ডাক্তার বানাতে পাঠালো বাবা-মা। প্রিয় প্রজন্ম সময় থাকতে বুঝতে শিখো- কে আপন কে পর? বাবা- মা’র আশা ধুলোয় মিশানোর আগে একবার ভাবো যার কথায় জীবন দিতে রাজী তার সন্তানরা কই? কোথায়? নিজেকে সস্তা না করে আত্ম উপলব্ধি করো। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ে এটা থেকে শিক্ষা নিতে হবে, রাজনীতিতে ত্যাগ, সততা ও আদর্শের চর্চা কিভাবে করতে হয়। আগামীদিনের প্রিয় নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ ও দেশপ্রেমের রাজনীতিতে দীক্ষিত হও। অবিলম্বে মেধাবী চমেক ছাত্রলীগ নেতা আকিব এর উপর হামলাকারিদের এবং এর পেছনের কুশীলবদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। একজন সম্ভাবনাময় চিকিৎসকের এমন পরিণতি মেনে নেয়া যায় না। মধ্যবিত্ত পরিবারের সকল স্বপ্ন থাকে একজন সন্তান চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে নামকরা আলোকিত মানুষ হবে। নিজেকে আরো শক্তিশালী করতে অশুভ রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিহিংসা বন্ধ হোক তথাকথিত নেতাদের। আদর্শিক রাজনীতি হোক মেধাবী ছাত্ররাজনীতির চালিকাশক্তি। আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আকিবকে তার মা এর বুকে ফিরিয়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ কুৎসিত শকুনের আঁচড়