আরেকজনের মোটরসাইকেল নিয়ে শখের বশে বেড়াতে বের হয়েছিলেন চন্দনাইশের দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী বাবু খান বাড়ির বদিউর রহমানের পুত্র আবদুর রহিম (৩০)। সাথে ছিল তার অপর এক বন্ধু।
গত শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে দোহাজারী থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন।
তাদের বহনকারী মোটরসাইকেলটি আঁধার মা’র দরগা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহিম গুরুতর আহত হলেও পেছনে থাকা অপর আরোহী সামান্য আঘাতপ্রাপ্ত হন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেরানীহাটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত আবদুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। নিহত আবদুর রহিম পূর্ব দোহাজারী এলাকার বদিউর রহমানের পুত্র।
মো. রমজান আলী খান নামে নিহত আবদুর রহিমের এক নিকটাত্মীয় জানান, আজ শুক্রবার বিকেলে পূর্ব দোহাজারীস্থ জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে আবদুর রহিমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ বছর বয়সী ১ মেয়ে ও ১ বছর বয়সী ১ পুত্র সন্তান রেখে যান।
তিনি জানান, তার নিজস্ব কোনো মোটরসাইকেল ছিল না। শখের বশে অন্যজনের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।