অন্যায়ের সাথে আপস না করাই কারবালার দর্শন

আঞ্জুমানে কাদেরিয়ার মাহফিলে আল্লামা ফরিদ উদ্দিন

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শাহাদাতে কারবালা স্মরণে এক মাহফিল গত ১৮ জুলাই কাজেমী কমপ্লেক্স ভবনের খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়ার চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি বলেন, নিশ্চিত মৃত্যু জেনেও সেদিন কারবালা ময়দানে সত্য, ন্যায় ও ইনসাফের পতাকা সমুন্নত করতে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)

অন্যায়, মিথ্যা ও জুলুমতন্ত্রের সঙ্গে আপস না করাই শাহাদাতে কারবালার দর্শন। এতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান মহানগর সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন তৈয়ব। আলোচনায় অংশ নেন ইয়াসিন আনসারী, শরীফ উদ্দিন আনসারী, ইদ্রিস আনসারী, বেলাল উদ্দিন নোমানী, নূর মুহাম্মদ আজিজি, আবু আবদিল্লাহ আদনান, জাসেদুল ইসলাম, ইকবাল হোসাইন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম,জয়নাল আবেদীন সওদাগর,নূর আহমদ মিয়া, মুহাম্মদ মইন উদ্দিন কাদের, রাশেদুল ইসলাম, নাসির উদ্দিন হায়দার,আব্দুল হালিম, মুহাম্মদ মামুন তানিম,নাসির উদ্দিন,বাবুল শাহেদ প্রমুখ।শেষে মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ভক্ত-পাঠকদের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধএভারেস্টজয়ী ডা. বাবর আলীকে সংবর্ধনা