চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। মৃত্যুবাষির্কীতে তার কবর জেয়ারত করেছেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। জেয়ারত শেষে আবদুচ ছালাম বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর হৃদয়ের বিশালতা ছিল সমুদ্রের সমান। অন্যায়ের বিরুদ্ধে তিনি হিমালয়ের মত অবিচল ছিলেন। উন্নয়নের পরতে পরতে তাকে অনুভব করে চট্টগ্রামবাসী। তার আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।