অন্যায়ভাবে ব্যাংক থেকে চাকরিচ্যুত মানবাধিকার লঙ্ঘন : এম. আবুল ফয়েজ মামুন

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:২২ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চট্টগ্রামের কর্মকর্তা ও কর্মচারীদের হঠাৎ করে গণহারে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন, চাকরিতে বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন।

এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের কর্মকর্তাদের যেভাবে চাকরিচ্যুত করেছে তা অন্যায়, অমানবিক এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেবলমাত্র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারকে আর্থিক বিপর্যস্ত করবে না, বরং চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রতি একধরনের বৈষম্য এবং অবমূল্যায়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

চাকরিচ্যুত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে ইসলামী ব্যাংকের সেবা দিয়ে এসেছেন। তাদের শ্রম, মেধা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে ব্যাংকটি আজ দেশের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু বিন্দুমাত্র যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা শ্রমিক ও মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন হয়েছে। এধরনের সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা তৈরির পাশাপাশি দেশের আর্থিক খাতে অস্থিতিশীলতার জন্ম দিবে বলে মন্তব্য করেন।

একইসাথে তিনি ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-কে অবিলম্বে এই অযৌক্তিক চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন যুবক
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের হাতে ছিনতাইকারীসহ গ্রেফতার ৯