বহু দিন পর, এলো একদিন
চেনা সেই মুখ ধরা দিলো আবার,
মনের গহীনে জমে থাকা মিনতি
চোখের চাহনিতে হল প্রকাশ যার।
উচ্ছ্বাস, আনন্দ, হঠাৎ নীরবতা
সব মিলিয়ে এক বিষণ্ন ভালোবাসা,
তোমার চাওয়া, আমার না বলা কথাগুলো
মিশে গেলো দক্ষিণা হাওয়ায়
নিশীথের নিমিষে।
‘কেমন আছো?’ শব্দটি এল ধীরে,
তাকালাম শুধু, বলতে চেয়ে অনেক কিছু।
কারণ শব্দে আজ বাঁধা যায় না
এতো বছরের জমে থাকা পিছু।
চোখে চোখে কথা হলো বহু,
শব্দে যার পরিণতি হবে না কভু,
শুধু এটুকু জেনো
প্রিয়জন, তোমাকে করবো না মুক্ত
বুকের ভেতরের ডানা কাটা পাখির মতো।